অভিনেত্রী কুসুম শিকদার নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয়।
সম্প্রতি কুসুম শিকদার কিছু ছবি শেয়ার করেছেন। লাল শাড়িতে ধরা দেওয়া তার এই ছবিগুলোর বিষয়ে নিজেই প্রশ্ন তুলেছেন, কে এই ছবিগুলো তুলেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “ছবিগুলো কার তোলা জানি না, সুন্দর কিন্তু অস্পষ্ট।”
কমেন্ট বক্সে ভক্তরা অভিনেত্রীর শাড়ি পরা এই ছবির প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “লাল শাড়িতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “লাল কুসুম শাড়িতেও খুব মানিয়েছে।”