শহরের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নতুন সুযোগ আনছে উবার। সানফ্রান্সিসকোভিত্তিক এই রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান ঘোষণা করেছে, আগামী বছর থেকেই যাত্রীরা উবার অ্যাপ ব্যবহার করে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।
এই উদ্যোগে উবারের সহযোগী প্রতিষ্ঠান হবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী প্রতিষ্ঠান ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে, যারা হেলিকপ্টার ও সি-প্লেন সেবা দিয়ে আসছে।
উবার ও জোবি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সেবাটি একীভূত হলে বিশ্বের বিভিন্ন ব্যস্ত নগরীতে সরাসরি উবার অ্যাপের মাধ্যমেই আকাশপথের যাত্রা বুক করা সম্ভব হবে।
জোবির এক মুখপাত্র জানিয়েছেন, এখনো নির্দিষ্ট রুট ও ভাড়া চূড়ান্ত হয়নি। তবে বিমানবন্দরভিত্তিক রুটগুলো সবচেয়ে বেশি যাত্রী আকর্ষণ করবে বলে তাদের ধারণা। তার ভাষায়, “দীর্ঘদিন ধরেই বিমানবন্দর রুট যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছে।”
ব্লেডের ওয়েবসাইটে উল্লেখ আছে, ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর বা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একবার ফ্লাইটে ভাড়া পড়ছে ১৯৫ ডলার। শুধু গত বছরই ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।
উবারের বিশ্বাস, এই নতুন আকাশপথ সেবা শহুরে ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও ঝামেলাহীন করে তুলবে—যেখানে থাকবে না রাস্তায় জ্যাম বা সময় নষ্টের চাপ।