Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাসহজ সুযোগ নষ্ট করে মাঠের মান নিয়ে ক্ষোভ নেইমারের

সহজ সুযোগ নষ্ট করে মাঠের মান নিয়ে ক্ষোভ নেইমারের

সৌদি আরব ছেড়ে প্রিয় ক্লাব সান্তোসে ফেরার পরও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভিলা বেলমিরোতে প্রত্যাবর্তনের পর তিনি এখনো দলকে রক্ষা করতে পারছেন না। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে দুইটি নিশ্চিত সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েছেন এই সুপারস্টার। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও ২২ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট সংগ্রহে সান্তোস রয়ে গেছে অবনমনের শঙ্কায়।

ম্যাচের শুরুতেই সোনালী সুযোগ পান নেইমার। মাত্র ছয় মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিলেও তা সরাসরি ধরা পড়ে গোলরক্ষক এভারসনের হাতে। বিরতির আগ মুহূর্তেও লাউতারো দিয়াজের দারুণ পাস থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ছয় গজ বক্সে বল পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা গড়িয়ে যায় তাঁর পায়ের ফাঁক দিয়ে।

দ্বিতীয়ার্ধে ইগর গোমেস গোল করে মিনেইরোকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে টিকিনহো সয়ারেসের পেনাল্টি থেকে সমতায় ফেরে সান্তোস। তবু পয়েন্ট ভাগাভাগি দলটির অবস্থার উন্নতি আনতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার হতাশা প্রকাশ করেন মাঠের মান নিয়ে। আগে সিনথেটিক টার্ফে খেলতে আপত্তি জানালেও পরে সিদ্ধান্ত বদলান। কিন্তু এবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রমাণিত, সিনথেটিক টার্ফ আসলেই বাজে!’ সঙ্গে যোগ করেন হাসির ইমোজি।

অন্যদিকে ইউরোপে বসে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয় দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে, প্রতিভা যথেষ্ট নয়। ফিটনেস ছাড়া বিশ্বকাপে তাকে নেওয়া সম্ভব নয়।’

সাম্প্রতিক চিলি ও বলিভিয়ার বিপক্ষে দল থেকে বাদ পড়া নিয়ে নেইমার জানান, ‘এটা কোচের সিদ্ধান্ত। আমার শারীরিক অবস্থা নিয়ে কিছু নয়। আমি বাদ, তাই জাতীয় দলকে সমর্থন করব।’

আনচেলত্তি অবশ্য তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি বলেন, ‘তার লক্ষ্য হওয়া উচিত আগামী জুনে পুরোপুরি প্রস্তুত হওয়া। অক্টোবর, নভেম্বর কিংবা মার্চে না খেললেও সমস্যা নেই।’

প্রতিভা অস্বীকারের সুযোগ নেই নেইমারের। তবে সুযোগ নষ্ট ও সিনথেটিক টার্ফ নিয়ে ক্ষোভই এখন তার সান্তোস অধ্যায়কে ঘিরে হতাশা বাড়িয়ে তুলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments