Tuesday, September 16, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাবিসিবি নির্বাচন নিয়ে বুলবুল: “গ্রুপিং নয়, হবে উৎসবের নির্বাচন”

বিসিবি নির্বাচন নিয়ে বুলবুল: “গ্রুপিং নয়, হবে উৎসবের নির্বাচন”

চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যদিও তখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তীতে গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি, এরপর জানা যায় আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের নির্বাচন।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি কোনো গ্রুপিং দেখছেন না। তার ভাষায়, “আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা নির্বাচনে অংশ নেবে তারা সবাই মিলে করবে। এটা হবে এক ধরনের উৎসব।”

তিনি আরও বলেন, “এখনো পরিবেশটা তৈরি হচ্ছে। কাউন্সিলরশিপ চলছে, ১৮ তারিখের পর বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। এ মুহূর্তে বোর্ডের অনেক কাজের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলছে। আমরা মনোযোগ দিয়ে কাজ করছি যাতে নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

এশিয়া কাপ নিয়েও মন্তব্য করেন বুলবুল। তিনি বলেন, “এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ১৬ সেপ্টেম্বরের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটির ওপরই নির্ভর করছে টুর্নামেন্টে টিকে থাকা। আমি বোর্ড সভাপতি হয়ে দলের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments