জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মায়া বলেন, তিনি সবসময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে যেসব সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণা হয়েছে, তা তার ব্যক্তিগত নৈতিকতা ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এই অবস্থায় দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
মায়া আরও বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই পদত্যাগ কারো প্রতি অভিযোগ বা আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং ব্যক্তিগত বিবেক ও সততার কারণে নেওয়া হয়েছে। পদত্যাগের পরও তিনি সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে কিছু অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে, যার প্রেক্ষিতেই মায়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।