ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সিটিতে বৃহৎ আক্রমণ শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল এক কর্মকর্তার বরাতে এই খবর জানায়।
আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে কাজ করছে। এটি এই অঞ্চলে এ পর্যন্ত সবচেয়ে বড় ধরনের আক্রমণের মধ্যে একটি। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রাই এক্স-এ পোস্টে বলেছেন, গাজা সিটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, যেখানে অবস্থান করলে বড় ঝুঁকি তৈরি হতে পারে।
বেসামরিক লোকদের অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি-নির্ধারিত মানবিক নিরাপত্তা অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদ্রাই জানিয়েছে, শহরের আনুমানিক ১০ লাখ বাসিন্দার ৪০% এর বেশি ইতিমধ্যেই নিরাপত্তা ও পরিবারকে রক্ষা করার জন্য শহর ত্যাগ করেছে। আইডিএফের অনুমান অনুযায়ী, এখন পর্যন্ত ৩,৫০,০০০ এর বেশি ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে গেছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানে থাকুক না কেন, তিনি সেখানে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। গত সপ্তাহে কাতারে হামলার পর আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর বৈঠকের সময় নেতানিয়াহু এই হুমকি দিয়েছেন।