মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কায় জাপান এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আগ্রহী নয়। একইসঙ্গে তারা ইসরায়েলের বিরাগভাজনও হতে চায় না। গত বুধবার জাপানি দৈনিক আসাহি সরকারি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে, যদিও ওই সূত্রের পরিচয় প্রকাশ করা হয়নি। (সূত্র: রয়টার্স)
এর আগে চলতি মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। এতে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আসাহির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ও ইসরায়েলের সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হবে। তবে এ বৈঠকে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
গত সপ্তাহে জাপানি সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট জোর দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া মঙ্গলবার বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাপান উপযুক্ত সময় ও পরিস্থিতির দিকে নজর রাখছে। তবে এর মধ্যেই গত শুক্রবার জাপান ১৪২টি দেশের সঙ্গে জাতিসংঘের এক বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দিয়েছে।