Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাআফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের নতুন সমীকরণে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের নতুন সমীকরণে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে দারুণ এক লড়াই জিতল বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে টিকে থাকল লিটন দাসের দল। তবে এই জয় সত্ত্বেও সুপার ফোরে উঠতে এখন নতুন সমীকরণের সামনে দাঁড়াতে হয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। দলের হয়ে ইনিংসের সেরা ছিলেন ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে খেলেন ৫২ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংস খেলে সংগ্রহ বাড়িয়ে দেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে পাওয়ারপ্লেতেই হারায় দুটি উইকেট। তবে গুরবাজ (৩৫) আর আজমাতুল্লাহ ওমরজাই (৩০) কিছুটা প্রতিরোধ গড়েন। পরে রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানেই থেমে যায়।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। বি গ্রুপের টেবিলে তারা আপাতত দ্বিতীয় স্থানে, নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা এখনো অপরাজিত, তাদের রান রেট +১.৫৪৬। দুই ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২ এবং নেট রান রেট +২.১৫০। ইতিমধ্যেই গ্রুপ থেকে বিদায় নিয়েছে হংকং।

এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। যদি লঙ্কানরা জেতে, তবে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কিন্তু আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে আফগানিস্তানের সঙ্গে জায়গা করে নিতে পারে বাংলাদেশ। এমনকি, যদি শ্রীলঙ্কা আফগানদের কাছে অন্তত ৬৫ রানে হারে, তবে সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ ও আফগানিস্তান—আর বিদায় নেবে শ্রীলঙ্কা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments