সিলিকন ভ্যালির অন্যতম বড় আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার। মেনলো পার্কে মেটার প্রধান কার্যালয়ে বসা এই সম্মেলনে আলোচনার মূল আকর্ষণ হতে পারে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।
রেও-ব্যান ও ওকলের সহযোগিতায় তৈরি এআই–চালিত স্মার্ট গ্লাস ইতিমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে। এবার আরও উন্নত সংস্করণ ‘হাইপারনোভা’ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে, চশমার ডান লেন্সে হেডস-আপ ডিসপ্লে, সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন এবং এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত থাকবে।
শুধু রেও-ব্যান নয়, ওকলির নতুন স্পেয়ারা মডেল নিয়েও আলোচনা চলছে। বড় ইউনিফাইড লেন্স ও স্পোর্টি ডিজাইনের কারণে এটি বিশেষভাবে দৌড়বিদ ও বাইকারদের জন্য আকর্ষণীয়। আগের সংস্করণের তুলনায় নতুনত্ব হলো— ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে।
এবারের কানেক্ট মঞ্চে আরেকটি আলোচনার বিষয় হতে পারে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক স্কেল এআই প্রধান আলেকজান্ডার ওয়াংয়ের নেতৃত্বে গড়া এই ল্যাব মেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এআই ও ওয়্যারেবল প্রযুক্তির সমন্বয় মেটাকে আগামী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের শীর্ষে পৌঁছে দিতে পারে। কোম্পানির প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত বলবেন।
মেটাভার্স: অতীত না ভবিষ্যৎ?
‘মেটা কানেক্ট’ নাম শুনলেই মেটাভার্সের কথা মনে আসে। তবে এবারের আয়োজন মূলত এআই ও ওয়্যারেবল প্রযুক্তির ওপরই বেশি গুরুত্ব দেবে। যদিও সিইও মার্ক জাকারবার্গ তার মূল বক্তব্যে মেটাভার্স প্রসঙ্গ অবশ্যই তুলবেন।
কখন, কোথায় দেখা যাবে?
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান। মেটার ওয়েবসাইটে সরাসরি বিনামূল্যে সম্প্রচার দেখা যাবে। পাশাপাশি মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটিতেও উপভোগ করতে পারবেন। ডেভেলপারদের জন্য আলাদা সেশনও থাকবে, যেখানে এআই–চালিত নতুন অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।
সামনে কী অপেক্ষা করছে?
মেটা ইতিমধ্যেই লক্ষাধিক স্মার্ট গ্লাস বিক্রি করেছে। তবে এ বছরের হাইপারনোভা কিংবা নতুন ওকলি মডেল বাজারে সফল হলে, প্রযুক্তি দুনিয়ায় ঘটতে পারে সত্যিকারের ‘চোখের বিপ্লব’। আর তখন আবারও প্রমাণ হবে— ভবিষ্যতের প্রযুক্তির সূচনা হচ্ছে আমাদের চোখ দিয়েই।