Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরকারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ

কারিগরি শিক্ষাব্যবস্থার অবক্ষয় ও প্রকৌশল কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকার হরণের প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা। অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে– হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ পুনর্বহাল করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা হ্রাস করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা, ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধ করা, এবং কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা।

এছাড়াও শিক্ষার্থীরা দাবি করেছেন– স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা, ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের প্রকৌশল কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালু করে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

অবশ্য শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাতরাস্তা মোড় ও আশপাশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments