পাবনার চরতারাপুর ইউনিয়নের নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ নেতার জোরপূর্বক তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটি স্কুলের ঠিক মাঝখানে হওয়ায় শিক্ষার্থীরা প্রতিদিন নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত ভবনটি উচ্ছেদ করে স্কুলের পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আব্দুল বাতেন চরতারাপুরের নতুন বাজার এলাকার আব্দুল মাজেদের ছেলে এবং ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। তার নির্মিত তিনতলা ভবনের কারণে স্কুলের শহীদ মিনার, ক্রীড়া মাঠ ও সাধারণ ক্লাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্লাস চলাকালীন সময় ময়লা আবর্জনা ফেলা হয়, বাথরুমের ট্যাংক খোলা থাকে এবং অনুষ্ঠান-স্মৃতিচিহ্ন পালন করতে জায়গা সংকুলান হয় না।
স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, ২০১৩ সালে স্কুলের মধ্যেই জোরপূর্বক ভবনটি নির্মাণ করা হয়। এরপর শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েও কার্যকর সমাধান পাননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কক্ষ নেই, ফলে গাদাগাদি করে পাঠদান করা হচ্ছে।
অভিযুক্ত আব্দুল বাতেন দাবি করেছেন, বিদ্যালয়ের জমির ছোট একটি অংশ ২০২২ সালে তিনি কিনেছেন এবং সেই জায়গায় ভবন নির্মাণ করেছেন। তবে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যক্তিগত ভবন থাকা অনুমোদনযোগ্য নয়। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।