Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeদেশের খবর১০ টাকার ইলিশ বিতরণে বিশৃঙ্খলা, বিপাকে স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল

১০ টাকার ইলিশ বিতরণে বিশৃঙ্খলা, বিপাকে স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন মুফতি রায়হান জামিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ কর্মসূচির আয়োজন করেন।

স্থানীয়দের অভিযোগ, স্বল্পমূল্যে ইলিশের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ছুটে আসেন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। পরে ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে দেন। তবে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে কোনোভাবে প্রাণে রক্ষা পান।

ইলিশ নিতে আসা লোকজন বলেন, আমরা সকাল থেকে অপেক্ষা করেছি, কিন্তু মাছ পাইনি। উল্টো ভিড়ে ধাক্কাধাক্কি, হাতাহাতি হয়েছে। শেষে দেখি, বিতরণকারী নিজেই পালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রায়হান জামিল জানান, মানুষের কল্যাণের জন্যই তিনি ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়, যার ফলে নিরাপত্তার স্বার্থে দ্রুত সরে যেতে হয়।

সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, রায়হান জামিলকে আগেই সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তা উপেক্ষা করে তিনি কর্মসূচি চালালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments