Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মেট্রো স্টেশনে দোকান ভাড়ার দরপত্র ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত হবে

মেট্রো স্টেশনে দোকান ভাড়ার দরপত্র ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত হবে

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাজধানীর এমআরটি লাইন-৬-এর আওতাধীন স্টেশনগুলোতে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র আগামী ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরটি লাইন-৬-এর আওতায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত (আগারগাঁও ও কারওয়ান বাজার ছাড়া) ১৪টি মেট্রো স্টেশনে এসব দোকান ভাড়া দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্রগুলো ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের লেভেল-৫ এ অবস্থিত ডিএমটিসিএল-এর সম্মেলন কক্ষে খোলা হবে। এ সময় আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments