প্রথমে শোবিজের আলোচিত মুখ ছিলেন তামিম মৃধা। অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও সমান জনপ্রিয় ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি শোবিজ থেকে দূরে, পুরোপুরি ধর্মের পথে হেঁটে যাচ্ছেন। বাহ্যিক রূপেও এসেছে পরিবর্তন; রাখা দাঁড়ি এবং নিয়মিত ইসলামিক কনটেন্ট প্রকাশ তার নতুন পরিচয়।
অভিনয় ছাড়ার পর ভক্তদের মধ্যে রিজিক নিয়ে নানা প্রশ্ন আসে। সম্প্রতি ওমরাহ পালনে যাওয়া তামিম মৃধা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন এবং রিজিক বিষয়ক প্রশ্নের জবাব দেন।
তিনি লিখেছেন, “অনেকেই জিজ্ঞেস করেন, এখন আমার রিজিকের অবস্থা কেমন। আমি ভাবি, আসলে রিজিক কী?” তামিম ব্যাখ্যা করেন, “আমি যা করছি—ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট বোধ করছি—এই সবই তো আমার রিজিক।”
তিনি আরও যোগ করেন, “এই রিজিকের মাধ্যমে আমি আল্লাহ ও নিজের কাছে সন্তুষ্টি অর্জন করতে পারছি। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ।”
শেষে তামিম মৃধা দোয়া করেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার এই অবস্থায় পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন।”