স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য: গরু চোরাচালান কমবে, রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে সতর্কতা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় চোরাকারবারিরাই হরিয়ানার গরু বাংলাদেশে নিয়ে আসে, গরুগুলো নিজে হেঁটে আসে না। এ বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গরু চোরাচালান বন্ধের আশা
তিনি জানান, দেশে গবাদি পশুর উৎপাদন বাড়ায় গরু চোরাচালান কমে আসবে। ভবিষ্যতে ভারতীয় গরুর ওপর নির্ভরতা আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নির্দেশনা
রমজানে পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, অন্য ধর্মের উৎসবে দাম কমানো হয়, অথচ মুসলিমদের রমজানে দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। এটি সওয়াবের কাজ নয়, বরং জনগণের কষ্ট বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, তারা শুধু জনগণের কাছেই নয়, উপরওয়ালার কাছেও দায়ী থাকবেন।
তিনি আরও জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো রয়েছে। ডাল, ছোলা, খেজুরসহ সব পণ্য পর্যাপ্ত আমদানি হয়েছে, তাই দাম সহনীয় থাকবে বলে আশা করা হচ্ছে।
সভায় উপস্থিত কর্মকর্তারা
এ সময় সভায় পুলিশের আইজিপি বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।