ঘুণে ধরা সমাজে ঘটে চলা নানা ঘটনার কাহিনী তুলে ধরবে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘খেলার পুতুল’। নাটকটি সমাজের স্বার্থের দ্বন্দ্ব, দূরে সরে যাওয়া প্রিয়জন এবং সম্পর্কের দুর্বলতা নিয়ে নির্মিত। মানবিক বার্তা দিয়ে সামাজিক প্রেক্ষাপটের গল্পটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন, এবং প্রযোজনা করেছে শান টকিজ।
চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটকটি। আগামী ৬ অক্টোবর থেকে এটি প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে।
নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তাবাসুম মিথিলা, তার বিপরীতে দেখা যাবে জাহিদ আশিক। বিশেষ চরিত্রে থাকছেন সেলজুক আল হাসমি। এছাড়া নাটকের অন্যান্য চরিত্রে আছেন আছমা শিউলি, এস এম কামরুল বাহার, এ এস আই মুজিবুর রহমান, সুমন আহমেদ বাবু, হারুন অর রশীদ বান্টি, মাফিয়া বিথী, ইমরান আজান, সামিয়া রিতা, সোহাস রীজ, তাসনোভা প্রভা, বজলুর রহমান, শাহ আলম, এম এম রহমান, সাউদা মনি, সুমি এবং আরও অনেকে।
পরিচালক আলী সুজন জানান, নাটকটির শুটিং হয়েছে বিভিন্ন চমৎকার লোকেশনে। তিনি বলেন, “দিনশেষে মানুষকে পরিবারের কাছে ফিরতে হয়। তাই জীবনের সবকিছুর উপরে পরিবার ও প্রিয়জনের স্থান থাকা উচিত। সেই ভাবনাকে কেন্দ্র করে পারিবারিক গল্প নিয়ে ধারাবাহিকটি তৈরি করেছি। আমি বিশ্বাস করি, নাটকটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হবে।”
ধারাবাহিকটির চিত্রগ্রহণ পরিচালনা করছেন সিরাজ খান, এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্না খান।