Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকবছরের শেষে চালু হতে যাচ্ছে ইরাকের আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

বছরের শেষে চালু হতে যাচ্ছে ইরাকের আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে ইরাকের আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। খবর— শাফাক নিউজ।

পরিবহনমন্ত্রী রাজ্জাক মুহিবিস আল-সাদাউই জানান, বিমানবন্দরের বহিরাংশের ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন সরঞ্জাম স্থাপন এবং চারটি প্রধান সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে মোট অগ্রগতি দাঁড়াবে প্রায় ৮৫ শতাংশে।

প্রায় ১ কোটি ৬০ লাখ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এ আধুনিক বিমানবন্দরে যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, হোটেলসহ নানা সুবিধা থাকছে। ৩ হাজার ৪০০ মিটার দীর্ঘ রানওয়ে সমৃদ্ধ এ বিমানবন্দর বছরে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী পরিবহনে সক্ষম হবে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments