আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বামী-স্ত্রী হাবিবুর রহমান ও সানজিদা ইসলাম একসাথে প্রার্থী হয়েছেন। তাদের যুগল প্রচারণা শিক্ষার্থীদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে। ডাকসু ও জাকসুতে দম্পতির সফলতার আলোকে রাকসুতেও তারা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
মো. হাবিবুর রহমান (হাবিব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর স্ত্রী সানজিদা ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মন্নুজান হল সংসদের সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে প্রার্থী।
সানজিদা ইসলাম জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাব-সংগঠনের সাথে যুক্ত। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য উৎসাহ যুগিয়েছে। তাই নিজেদের যোগ্যতা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি।”
হাবিবুর রহমান বলেন, “আমরা দুজন ভিন্ন পদে প্রার্থী কারণ দক্ষতা ও অভিজ্ঞতা দুটি ভিন্ন জায়গায়। আমি ১৯ নম্বর ব্যালট নিয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আর আমার স্ত্রী ১ নম্বর ব্যালট নিয়ে হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে লড়ছেন। আমাদের তিন বছরের ক্যাম্পাস অভিজ্ঞতা অনুযায়ী এই দুটি পদে আমরা সেরা সেবা দিতে পারব।”
নির্বাচনী প্রচারণার সময় শিক্ষার্থীদের দীর্ঘ ছুটির কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার চ্যালেঞ্জের কথাও হাবিব উল্লেখ করেন।
এবার রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০৫ জন, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ ও পুরুষ ভোটার ১৭,৫৯৬। মোট ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা ৬০০। নির্বাচনের জন্য নির্ধারিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।