ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত চার দাবি পুনর্ব্যক্ত করেছে—জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের সহযোদ্ধাদের বিচারের আওতায় আনা ও বিচার চলাকালীন তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “পিআর নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছি। জরিপে দেখা গেছে দেশের মানুষ পিআর চায়। তবে এখন আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। যদি জনগণ গণভোটে পিআরের পক্ষে ভোট না দেয়, তবে আমরাও আর দাবি করব না।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি জনতার ওপর আস্থা রাখতে পারে, তারা ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে দেশ পরিচালনা করুক; আমাদের সমস্যা নেই। কিন্তু তারা জনতার ওপর আস্থা রাখতে পারছে না।”
মুফতি ফয়জুল করীম সমালোচনা করেন শিক্ষাব্যবস্থার প্রতি, উল্লেখ করে প্রাথমিক স্কুলে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।