ময়মনসিংহে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে ঘিরে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি দুপুরে সার্কিট হাউজ ময়দানে আয়োজিত মাহফিলে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, তবে তার আগের রাতে মাঠে হাজির হয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা পরিবারসহ মাহফিলস্থলে পৌঁছেছেন, কেউ মঞ্চের কাছে সেরা স্থান পাওয়ার জন্য আগেভাগেই এসেছেন।
মাহফিলের আয়োজকরা জানান, ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে, এজন্য সার্কিট হাউজ মাঠ ছাড়াও একাধিক মাঠ প্রস্তুত করা হয়েছে। মাঠজুড়ে নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ব্যাকআপ, ওয়াইফাই, সুপেয় পানির ব্যবস্থা, অজুখানা ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাহফিলের কারণে যান চলাচলে কিছু নিয়ন্ত্রণ থাকবে, তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের জন্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন আশা প্রকাশ করেন, নগরবাসী সাময়িক অসুবিধা হলেও ইসলামের স্বার্থে তা মেনে নেবেন।
ড. আজহারি তার দেশের বিভিন্ন স্থানে মাহফিল আয়োজন করেছেন, যার মধ্যে ময়মনসিংহ তার অষ্টম মাহফিল।