হাসান হাফিজ: জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন
জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। এরপর তিনি বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণার কথা বলেন। তাই তিনিই প্রকৃত স্বাধীনতার ঘোষক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার গ্রহণের পর এসব কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ইতিহাস বিকৃত করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা রক্ষা করতে হবে।
জাতিসংঘের রিপোর্টের প্রসঙ্গ টেনে হাসান হাফিজ বলেন, আন্দোলনের সময় হাজারো প্রাণ হারিয়েছে, অনেকের খোঁজ পর্যন্ত নেই। নেত্রকোনা জেলায় ১৭ জন প্রাণ দিয়েছেন, যা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ, তবে সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া চাই না। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। এছাড়া প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী, লেখক প্রফেসর ননী গোপাল সরকার, মেজর (অব.) সৈয়দ আবু বকর সিদ্দিক এবং বিএনপি নেতা এসএম মনিরুজ্জামান দুদু।