সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের বাড়ানো হয়েছে, এবং নতুন সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত হয়েছে। এর ফলে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা মোট ১১৭ বার বাড়ানো হলো।
রোববার, তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সময়সীমা বাড়ানোর আদেশ দেন। আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল, এবং ৮ জানুয়ারি আদালত পিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের সাক্ষ্যগ্রহণের অনুমতি দিয়েছিল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন, যখন তাদের পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ বাড়িতে ছিল। এই ঘটনায় পরদিন রুনির ভাই নওশের আলী রোমান থানায় মামলা করেন।
এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকে পুলিশ, র্যাব, ও পিবিআই নানা সময় তদন্তে ব্যর্থ হয়েছে। হাইকোর্ট এই মামলার তদন্তের জন্য একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে।
এখনও সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়নি, যা শুধুমাত্র সাগর-রুনি পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি বড় দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে।