রাজশাহীতে শিক্ষার্থীদের রেল অবরোধ, ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি
ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘আধিপত্যের’ বিরুদ্ধে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কিছুক্ষণ বন্ধ থাকে।
মঙ্গলবার দুপুরে স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। পরে তিন দফা দাবি উত্থাপন করে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকারি নিয়োগ ও প্রশাসনিক কাঠামোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়ার অবসান, পিএসসি ও ইউজিসিসহ গুরুত্বপূর্ণ পদে সব বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের অন্তর্ভুক্তি এবং ঢাকাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তন।
আন্দোলনকারীদের অন্যতম নেতা সালাউদ্দিন আম্মার বলেন, “দেশের প্রশাসনিক কাঠামোয় ঢাকার একচ্ছত্র আধিপত্য আমরা মানি না। সব নিয়োগে সমতা আনতে হবে।”
মেহেদী সজীব বলেন, “সরকারি গুরুত্বপূর্ণ পদে ঢাকাকেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়া অগ্রহণযোগ্য। পিএসসি ও ইউজিসির মতো প্রতিষ্ঠানে সব বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সুযোগ দিতে হবে।”
তিনি আরও জানান, দাবি না মানা হলে দুদিনের মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।