বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার (০৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি মাগুরার আট বছর বয়সী মেয়েশিশুর ধর্ষক ও তার সহযোগীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি আরো বলেন, এ ধরনের অপরাধীদের শাস্তির আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ডা. শফিকুর রহমান সমাজের সকল ধর্মীয় ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকদের ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং ধর্ষকদের বয়কট করার পরামর্শ দেন। এর আগে, তিনি নারীদের সঠিক মর্যাদা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং আদর্শিক সৌন্দর্য দিয়ে সমাজকে আকৃষ্ট করার পরামর্শ দেন।