কুমিল্লায় প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
১৪ মার্চ রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল অভিযান চালায়। জব্দকৃত আতশবাজিগুলো কাস্টমসে জমা দেওয়া হবে এবং এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।