ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও গুরুত্বপূর্ণ আলোচনায় গুরুত্ব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পূর্বনির্ধারিত টেলিফোন আলাপ শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হওয়া এই কথোপকথন এখনো চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।
ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার দ্বিতীয় টেলিফোন আলাপ। রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ এই আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের জানান, পুতিনের সঙ্গে আলোচনায় ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন।
তিনি বলেন, “দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি।”