ব্রিকস মুদ্রা চালুর উদ্যোগে নেই ভারত, ডলারের শক্তিও খর্ব করবে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয় লাভের পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রিকস মুদ্রা চালু হলে এই জোটভুক্ত দেশগুলোর পণ্যে ১০০% শুল্ক আরোপ করা হবে। ফলে ডলারের আধিপত্য ক্ষুণ্ন করার কোনো প্রচেষ্টা তিনি সহ্য করবেন না।
ভারতের অবস্থান: ব্রিকস মুদ্রায় নেই সমর্থন
ব্রিকসের অন্যতম সদস্য ভারত সাফ জানিয়েছে, তারা ডলারের শক্তি খর্ব করা বা ব্রিকস মুদ্রা চালুর কোনো উদ্যোগে অংশ নেবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি সংসদে (লোকসভায়) এ ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেছেন—
ভারত ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটের প্রতি অঙ্গীকারবদ্ধ।
ব্রিকসের মূল লক্ষ্য হলো বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করা।
ডলারের আধিপত্য কমানো ভারতের কৌশলগত লক্ষ্য নয়—এটি মার্কিন কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে।
ট্রাম্পের হুমকিতে থমকে গেছে ব্রিকস মুদ্রার পরিকল্পনা
ব্রিকস সদস্য দেশগুলো ডলারের বিকল্প মুদ্রা তৈরির পরিকল্পনা করেছিল।
চীন আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়াতে চাইছে।
রাশিয়া আগের চেয়ে বেশি ইউয়ান ব্যবহার করছে।
ভারতও রুপির বৈশ্বিক ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
কিন্তু ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের হুমকির পর থেকে ব্রিকস মুদ্রা চালুর প্রচেষ্টা প্রায় বন্ধ হয়ে গেছে।
ব্রিকস জোট ও সম্প্রসারণ
প্রাথমিকভাবে ব্রিকস গঠিত হয়েছিল চীন, ভারত, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা নিয়ে। ২০২৩ সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া নতুন সদস্য হিসেবে যুক্ত হয়।