Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নতুন নোট সম্পর্কিত গভর্নরের গুরুত্বপূর্ণ ঘোষণা।

নতুন নোট সম্পর্কিত গভর্নরের গুরুত্বপূর্ণ ঘোষণা।

গভর্নর আহসান এইচ মনসুরের নতুন নোট ও রেমিট্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
লন্ডন সফরে দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়ে দিয়েছেন, সরকারী নির্দেশনায় বঙ্গবন্ধুর ছবিযুক্ত পুরনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, অবশিষ্ট পুরনো নোটগুলো আপাতত সংরক্ষণে রাখা হচ্ছে এবং নতুন নোট ছাপানোর প্রক্রিয়া চলছে, যা এপ্রিলের শেষে বাজারে আসতে পারে।

গভর্নর আরও জানান, নতুন নোট তৈরির দায়িত্বে রয়েছে ব্রিটেন ও সুইস কোম্পানি। এছাড়া, রেমিট্যান্স প্রবাহ নিয়ে গভর্নর আশাবাদী। তিনি বলেন, ২০২০ সালের জুলাই মাসে প্রথমবারের মতো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল এবং চলতি মাসের প্রথম ১৯ দিনে এসেছে সোয়া ২ বিলিয়ন ডলার। এই মাসে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে এবং এ বছর ৩০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে বলে তিনি আশা করেন।

এ সময় গভর্নর বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের বিষয়ে বলেন, তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি জানান, ১৫-২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার বেশিরভাগই এস আলম গ্রুপের অর্থ।

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, অর্থপাচার বন্ধ হওয়ার ফলে রিজার্ভের ক্ষয় অনেকটা কমে এসেছে এবং আইএমএফের বিপিএম-সিক্স অনুযায়ী ২০ মার্চ বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments