Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা ইউনূসের

নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা ইউনূসের

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১২ এপ্রিল) বিকেলে যমুনা—প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশনের অগ্রগতি তুলে ধরেন এবং জানান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে। এখন পর্যন্ত ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে, এবং আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।

তারা আরও বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে জনমত যাচাই এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের নির্ধারিত সময়সীমার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে আরও দ্রুত এগিয়ে নিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments