ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) পদে কর্মরত রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে নতুন দায়িত্বস্থলে পদায়ন করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত বছরের ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরে জারি হওয়া এক আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর কর্মজীবনে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।