Monday, July 7, 2025
spot_imgspot_img
Homeজাতীয়শিল্পখাতে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি, কার্যকর এপ্রিলে

শিল্পখাতে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি, কার্যকর এপ্রিলে

শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এখন থেকে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা গুনতে হবে। একই সঙ্গে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ৩০.৫০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জালাল আহমেদ আরও জানান, নতুন শিল্পের পাশাপাশি যেসব প্রতিষ্ঠান অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছে, তাদের ক্ষেত্রেও এই নতুন হার প্রযোজ্য হবে। এপ্রিল মাসের বিল থেকেই এই বাড়তি হার কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসি আয়োজিত এক জনশুনানিতে পেট্রোবাংলা জানিয়েছিল, বর্তমান মূল্য হার বহাল থাকলে শিল্প খাতে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে। তবে ওই প্রস্তাবের বিরুদ্ধে শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি উত্থাপিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments