বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণার তথ্য উঠে এসেছে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।
তিনি জানান, সম্মেলন আয়োজন করতে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন ছিল ১ কোটি ৪৫ লাখ টাকা।
বিনিয়োগ ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। তবে সম্মেলনের পর বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত সংযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।”
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও বলেন, “সামিটের খরচ দিয়ে এর সফলতা মূল্যায়ন করা সঠিক নয়। এই বিনিয়োগের পেছনে আগে থেকেই চলমান আলোচনার অবদান রয়েছে। সামিটে অংশ নিয়েই কেউ বিনিয়োগের ঘোষণা দেবেন – বিষয়টি এমন নয়। তাই একে শুধুমাত্র সামিটের সফলতা হিসেবে দেখা উচিত হবে না।”
তিনি জানান, এবারের সম্মেলনে ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “৫০টি দেশ থেকে আগত ৪১৫ জন বিদেশি প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিয়েছেন, যা মোট বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ৫৮ শতাংশ। বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি তাদের উপস্থিতি এই আয়োজনকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ করেছে।”
বিডার চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, মানুষের সহনশীলতা ও সম্ভাবনা দেখে বিদেশিরা অভিভূত হয়েছেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, এটিকে সফলতা না হিসেব করলেও, গুরুত্ব অনস্বীকার্য।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।