Wednesday, April 16, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকরোম নয়, মাসকাটেই ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা পরমাণু আলোচনা: নিশ্চিত করল তেহরান

রোম নয়, মাসকাটেই ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা পরমাণু আলোচনা: নিশ্চিত করল তেহরান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার পরমাণু আলোচনা ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, আগামী ১৯ এপ্রিল মাসকাটেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) রাতে দেওয়া বক্তব্যে বাকায়ি বলেন, আলোচনা ও সমন্বয়ের পর উভয় দেশ মাসকাটকে পরবর্তী বৈঠকের জন্য নির্বাচিত করতে সম্মত হয়েছে।

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) ওমানেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি এতে মধ্যস্থতার ভূমিকা পালন করেন এবং উভয় পক্ষের মাঝে বার্তা বিনিময় করেন।

বৈঠক শেষে দুই পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করে এবং পরবর্তী সপ্তাহে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেয়। তবে সেই বৈঠকের পর পরবর্তী ভেন্যু নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য সামনে আসে।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছিলেন, উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-ই-রাভাঞ্চি সংসদীয় ব্রিফিংয়ে বলেছিলেন যে পরবর্তী আলোচনা ইউরোপে হতে পারে, তবে ওমান মধ্যস্থতা চালিয়ে যাবে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির বরাতে জানায়, দ্বিতীয় দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ইতালির সংবাদ সংস্থা ANSA’কে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছিল।

তবে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণায় পরিষ্কার করে দেওয়া হয়েছে—পরবর্তী দফার আলোচনা হবে রোম নয়, ওমানের মাসকাটেই।

বিশ্লেষকরা বলছেন, ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর কূটনৈতিক ইস্যুতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য আলোচনার মঞ্চ হিসেবে পরিচিত। তাই মাসকাটে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন তারা।

বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন দৃষ্টি সকলের, মাসকাটের আলোচনায় আদৌ কোনো বাস্তব ও কার্যকর সমঝোতায় পৌঁছানো যায় কিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments