Wednesday, April 16, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাবিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা, স্কটল্যান্ডের বিপক্ষে আজ ‘মোড় ঘোরানো’ ম্যাচ

বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা, স্কটল্যান্ডের বিপক্ষে আজ ‘মোড় ঘোরানো’ ম্যাচ

পাকিস্তানে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জ্যোতি-রিতুদের। তবে পয়েন্ট টেবিলের সাম্প্রতিক পরিবর্তনে উত্তেজনা বেড়ে গেছে কয়েকগুণ।

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগটা কঠিন করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের বিপক্ষে সিরিজ হেরে মূল পর্বে সরাসরি ওঠা সম্ভব হয়নি বাংলাদেশের। তবে ভাগ্য আবার নতুন করে দুয়ার খুলেছে — কারণ বাছাইপর্বেই আবার মুখোমুখি হতে চলেছে উইন্ডিজ।

এদিকে, সবচেয়ে বড় চমক দিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথমে স্কটল্যান্ডের কাছে হার, পরে পাকিস্তানের বিপক্ষেও হেরে গেছে ক্যারিবিয়ানরা। লো-স্কোরিং এই ম্যাচে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন সিদরা আমিন ও ফাতিমা সানা, যার ফলে ৬৫ রানের দারুণ জয় পায় পাকিস্তান।

এই ফলাফলে বাংলাদেশের সামনে বিশ্বকাপে ওঠার সমীকরণটা অনেকটাই সহজ হয়ে এসেছে। আজ স্কটল্যান্ডকে হারাতে পারলে ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে টাইগ্রেসরা। এরপর বাকি থাকবে দুটি ম্যাচ — প্রতিপক্ষ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে মাত্র একটি জয়ই যথেষ্ট হবে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য।

তবে যদি আজকের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বসে বাংলাদেশ, সেক্ষেত্রে বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প থাকবে না। সেইসঙ্গে নজর রাখতে হবে স্কটিশদের পারফরম্যান্সের দিকেও।

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ সংক্ষেপে:

  • আজ স্কটল্যান্ডকে হারালে: বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই মিলবে বিশ্বকাপ টিকিট।
  • আজ হারলে: দুই ম্যাচেই জিততে হবে এবং স্কটল্যান্ডের হার কামনা করতে হবে।

মঙ্গলবার, ১৫ এপ্রিল, বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করা হবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে।

বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে আজকের ম্যাচটি হতে পারে টাইগ্রেসদের জন্য এক ঐতিহাসিক বাঁক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments