প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেল বিক্রির দাম ১৬৯ টাকা এবং পাম অয়েল লিটারপ্রতি ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, রাজস্ব আদায়ে গতি আনতে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। তবে এটি একটি সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
নতুন দামে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যেই প্রায় ৫৫০ কোটি টাকা রাজস্ব মওকুফ করেছে এবং রমজান মাসে ২ হাজার কোটি টাকার ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে দেশের বার্ষিক ভোজ্যতেল চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন সরিষার তেল এবং ৬ লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল স্থানীয়ভাবে উৎপাদিত হয়।
তিনি আরও বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি এক অঙ্কের মধ্যে রয়েছে, তাই এই মূল্যবৃদ্ধি জনগণের ওপর বড় চাপ ফেলবে না। মাসিক গড় ব্যয়ে আনুমানিক ৭০ টাকা বাড়তি খরচ হতে পারে।”