Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরজিগাতলায় গাড়ি থেকে চাঁদা তোলার ঘটনায় যুবক আটক

জিগাতলায় গাড়ি থেকে চাঁদা তোলার ঘটনায় যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় একটি প্রাইভেট কার থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতের দিকে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুল (২৩) নামের ওই যুবককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।

আজ বুধবার সকাল ১০টায় প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে ওসি জানান, এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি। যদি তাকে পাওয়া যায়, তাহলে তিনিই মামলার বাদী হবেন। অন্যথায়, পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করবে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার পার্কিং করার পর এক যুবক চাঁদার রসিদ হাতে নিয়ে টাকা আদায় করছেন। গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটিও দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments