রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই কর্মসূচির ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এই আন্দোলনে অংশ নিয়েছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার কিছু আগেই শত শত শিক্ষার্থী সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বেসরকারি পলিটেকনিকের ল্যাব সুবিধার ঘাটতি পূরণ, অতিরিক্ত অর্থ আদায়ের লাগাম টানা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ অর্থ প্রদান নিশ্চিত করা।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অধিকাংশ বেসরকারি পলিটেকনিকে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় দক্ষতা অর্জনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। তাই এসব প্রতিষ্ঠানে ল্যাব সুবিধা নিশ্চিত করা ও ব্যর্থ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার দাবি জানানো হয়।
এ ছাড়া তারা অভিযোগ করেন, অনেক বেসরকারি পলিটেকনিক অতিরিক্ত ফি আদায় করে এবং অর্থ দিতে না পারলে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করা হয়। এসব অব্যবস্থা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অন্যদিকে, সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ যে আর্থিক সহায়তা পান, তা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছেন না। এই বৈষম্যও দ্রুত দূর করার দাবি জানানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, সাতরাস্তা মোড়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। পূর্বের ছয় দফা দাবিগুলো নিয়েই তারা আজ আবারও সড়কে নেমেছেন।