গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের তেল আবিবের নিকটস্থ নেভাতিম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৯টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানায়, প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমাসহ ভারী প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছেছে।
এই হঠাৎ সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটন-তেহরান পরমাণু আলোচনা ব্যর্থ হলে এই অস্ত্রগুলো তাৎক্ষণিক ব্যবহার উপযোগী রাখতে মজুত করা হচ্ছে।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।