মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করলেন ভারতের কিশোর প্রতিভা বৈভব সুর্যবংশী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দেন এই বাঁহাতি ব্যাটার।
ইনজুরিতে পড়া অধিনায়ক সঞ্জু স্যামসনের জায়গায় একাদশে জায়গা পান বৈভব। ইনিংসের সূচনায় ব্যাট হাতে নামলেও কেউ ভাবতেও পারেনি এমন বিস্ময় অপেক্ষা করছে! রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেই শার্দুল ঠাকুরের করা প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। একই ওভারে তৃতীয় বলেও হাঁকান আরেকটি ছক্কা। মাত্র ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল।
সর্বশেষ আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা) রাজস্থান রয়্যালস তাকে দলে নেয়। চলতি বছরের মার্চে ১৪ বছরে পা দেওয়া এই বিস্ময়বালক আলোচনায় আসেন গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করে। এছাড়া তিনি ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও, যেখানে তার সংগ্রহ ছিল ১৭৬ রান।
আরও চমকপ্রদ তথ্য হলো, মাত্র ১২ বছর বয়সে তিনি বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। রঞ্জি ট্রফিতে খেলেছেন ৫টি ম্যাচ এবং সংগ্রহ করেছেন ১০০ রান। এত অল্প বয়সে এমন প্রতিযোগিতায় নিজেকে তুলে ধরা নিঃসন্দেহে একটি যুগান্তকারী কীর্তি।
যদিও ম্যাচের শেষ ফলাফলে জয় পায় লখনৌ সুপার জায়ান্টস। তারা ১৮১ রানের লক্ষ্য দিয়ে রাজস্থানকে ১৭৮ রানে আটকে দেয়। বৈভবের দারুণ সূচনা এবং জয়সওয়ালের ৭৪ রানের ইনিংস সত্ত্বেও শেষ ওভারে আভেশ খানের দুর্দান্ত বোলিংয়ের কারণে মাত্র ২ রানে হেরে যায় রাজস্থান।
তবে ম্যাচের ফল যেমনই হোক, আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বৈভব সুর্যবংশী। তার আইপিএল অভিষেক যেন রূপকথার গল্পের বাস্তব রূপ।