Wednesday, April 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়গণ-অভ্যুত্থানে হত্যার মামলায় সাবেক তিন মন্ত্রীসহ ছয়জনকে আদালতে হাজির, কারাগারে পাঠানোর নির্দেশ

গণ-অভ্যুত্থানে হত্যার মামলায় সাবেক তিন মন্ত্রীসহ ছয়জনকে আদালতে হাজির, কারাগারে পাঠানোর নির্দেশ

গাজীপুরে গত জুলাই মাসে সংঘটিত গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ তাদের পেশ করলে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে যখন আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল, তখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মীরা ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আসামিদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে গাজীপুরের গাছা এলাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানে ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।

মঙ্গলবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার এবং জুনাইদ আহমেদ পলককে এবং কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে পৃথক দুটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। শুনানি শেষে তাদের সবাইকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত চত্বরে হওয়া ঘটনার বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, “আমি তখন এজলাসের ভেতরে দায়িত্বে ছিলাম, তাই ডিম ছোড়ার ঘটনার বিষয়ে নিশ্চিত নই। তবে আইনজীবীরা স্লোগান দিয়েছেন, সেটা শুনেছি।”

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, আজ তিনটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ছয়জন আসামিকে যথানিয়মে আদালতে উপস্থাপন করে আবার কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments