আগস্টে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের প্রেক্ষিতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে সফর বাতিল বা স্থগিতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।
বছরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। এই সফরের জন্য পূর্ণাঙ্গ সূচিও নির্ধারণ করে রেখেছে বিসিবি। তবে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করে, দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে সফরটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে গণমাধ্যমে শনিবার বিসিবি সভাপতি বলেন, “আমি সংবাদমাধ্যমে এ ধরনের একটি খবর দেখেছি, তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনো আমাদের কাছে কিছুই জানানো হয়নি। তারা সফরের ব্যাপারে ইতোমধ্যে সম্মতি দিয়েছে এবং সফরসূচিও চূড়ান্ত হয়েছে। তাই এখনো বাতিল হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।”
ফারুক আহমেদ জানান, ভারতের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। “আমি আইসিসির দুটি বৈঠকে জয় শাহর সঙ্গে আলাপ করেছি। প্রথমবার সে ছিল বিসিসিআই সেক্রেটারি, পরেরবার আইসিসি চেয়ারম্যান। উভয়বারই আমি ব্যক্তিগতভাবে সফরটি বাস্তবায়নের জন্য অনুরোধ করেছি। পরে নতুন সেক্রেটারি দেবজিত সাইকিয়ার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে, তিনিও সফর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন,” যোগ করেন তিনি।
সূচি অনুযায়ী, ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে এবং প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সফরের কিছু ম্যাচ চট্টগ্রামেও আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে দুই দেশের এই প্রতীক্ষিত সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে।