ইসরায়েলের আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম খাদ্যসংকট দেখা দিয়েছে, যার ফলে এখন পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, সীমান্তে শত শত খাদ্য, পানি ও ওষুধবাহী ট্রাক আটকে থাকলেও গাজাবাসী ক্ষুধায় কাতরাচ্ছে।
শনিবার, ৩ মে, গাজার বিভিন্ন অঞ্চলে চালানো ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং সিভিল ডিফেন্স সূত্র জানায়, নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
অবরোধ ও হামলার এ ভয়াবহ বাস্তবতায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতির দাবি জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত সাত মাসে ইসরায়েলের অব্যাহত হামলায় কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন। অন্যদিকে, গাজার মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু নিখোঁজ ব্যক্তিকে বিবেচনায় নিলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ জিম্মি হয়। এর জেরেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান ও অবরোধ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।