পাকিস্তানকে ‘ব্যর্থ জাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান ও হায়দরাবাদ আসনের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। NDTV-কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানে যারা ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, তারা প্রকৃত ইসলামের শিক্ষাই জানেন না।
পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে উদ্দেশ করে ওয়াইসি বলেন, “১৯৪৭ সালের দেশভাগের সময় আমরা ভারত ছাড়িনি। আমরা জিন্নাহর আহ্বান প্রত্যাখ্যান করেছিলাম। ভারত ছিল, আছে, এবং ইনশাআল্লাহ থাকবে আমাদের দেশ।” তিনি আরও বলেন, “যারা পাকিস্তান থেকে ইসলাম নিয়ে কথা বলছেন, তারা ইসলাম বোঝে না, বরং তার প্রকৃত শিক্ষাই জানে না।”
ওয়াইসি পাকিস্তানের অভ্যন্তরীণ বৈষম্য ও দুর্বলতা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, “পাকিস্তানে মানুষকে মুহাজির বা পাঠান বলে বিভক্ত করা হয়। দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই করুণ যে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আফগানিস্তান ও ইরানের সঙ্গে তাদের সীমান্ত দ্বন্দ্ব রয়েছে। এক কথায়, পাকিস্তান একটি ব্যর্থ জাতি।”
সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওয়াইসি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এই হামলা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে, সমাজে বিভেদ তৈরি করেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি। যারা এই সুযোগে হিন্দু-মুসলমানের মধ্যে ফাটল ধরাতে চায়, তারা ভারতের ক্ষতি করছে। হিন্দু-মুসলমান নিয়ে বিভাজন তৈরি করলে আইএসআই ও পাকিস্তানি জঙ্গিরা খুশি হবে।”
পহেলগাঁও হামলার পর ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও, কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার, এমনকি সিন্ধু নদীর পানি চুক্তিও স্থগিত করা।