শব্দশিল্প প্রকাশনের আয়োজনে ‘সেরা বিজ্ঞানী সেরা আবিষ্কার’ এবং ‘রাজকন্যা ও নীলপরি’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
১৪৩২ বঙ্গাব্দের এক জৈষ্ঠ্যের মনোরম সন্ধ্যায়, ১৬ই মে ২০২৫ ইং শুক্রবার, চট্টগ্রামের প্রাণকেন্দ্র মোমিন রোডের চট্টগ্রাম একাডেমিতে অবস্থিত ফয়েজ-নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো একটি হৃদয়গ্রাহী সাহিত্যানুষ্ঠান। এই আয়োজনে প্রকাশিত হলো দুই প্রতিভাবান লেখকের বই—কবি ও প্রাবন্ধিক আল জাবিরী’র ‘সেরা বিজ্ঞানী সেরা আবিষ্কার’ এবং কবি ও গল্পকার নূরনাহার নিপা’র কিশোর গল্পগ্রন্থ রাজকন্যা ও নীলপরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। সভাপতিত্ব করেন ছড়াসাহিত্যিক ও প্রকাশক মিজানুর রহমান শামীম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, কবি ও শিশুসাহিত্যিক অরুন শীল, এবং গল্পকার ও শিশুসাহিত্যিক আলী আসকর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান, গল্পকার বিপুল বড়ুয়া এবং তরুণ ছড়াকার শফিকুর রহমান সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন।
অনুষ্ঠানে বই দুটি নিয়ে বিশ্লেষণধর্মী ও আবেগঘন আলোচনা হয়। বক্তারা বলেন—একদিকে বিজ্ঞানমনস্ক পাঠকের জন্য আল জাবেরীর প্রাঞ্জল প্রবন্ধগ্রন্থ, অন্যদিকে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার এক অনন্য ফ্যান্টাসি ভুবন নিয়ে নূরনাহার নিপার গল্পগ্রন্থ—উভয় বই-ই শিশু-কিশোরদের ভাবনার জগতকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: গল্পকার অরূপ পালিত, কবি জাকির হোসেন, ছড়াকার প্রোদ্যুৎ কুমার বড়ুয়া, ছড়াকার লিটন কুমার চৌধুরী, কবি অনিন্দ্য বড়ুয়া, কবি আলমগীর হোসাইন, গল্পকার পান্থজন জাহাঙ্গীর, ছড়াকার হোসাইন মোস্তফা, কবি শবনম ফেরদৌসী। উপস্থাপিকা ও বাচিক শিল্পী দিলরুবা খানম ছুটি কবি ও সম্পাদক আবদুল্লাহ মজুমদার, গল্পকার মারজিয়া খানম সিদ্দিকা, কবি ও গল্পকার অভিলাষ, কবি রেহানা আক্তার, কবি আলমগীর ইমন, সৈয়দ জিয়া উদ্দিন, কবি ও সম্পাদক এম এস সোহেল, ফটোগ্রাফার আসিফ ইকবাল।
কবি ও শিশুসাহিত্যিক আল জাবিরী’র স্ত্রী সুমাইয়া মীম ও মেয়ে নাজিফা জাবির। আরও ছিলেন ইফতেখার রাফি, আরফাত উচ্ছ্বাস, মোহাম্মদ ইউনুস মিয়া, ইয়াসীন তামিম মাসফি, মোহাম্মদ জাকির প্রমুখ
অনুষ্ঠান শেষে লেখকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে এমন প্রাণবন্ত বইমুখী আয়োজন নিঃসন্দেহে এক উজ্জ্বল সংযোজন।

