আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুনে এক স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে আহত হন। ওই সময় সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন, কোনো যানবাহনে ছিলেন না।
আহতদের উদ্ধারের সময় আশেপাশের এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। এই ঘটনায় ১৪ জন সৈন্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
আইডিএফ আরও জানায়, অভিযানের আগে বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। তবুও অভিযানের সময় সৈন্যদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।
নেতজাহ ইয়েহুদা ইউনিট গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে পরিচালিত হচ্ছে এবং তারা ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথভাবে এই অভিযানে অংশ নিচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো, বেইত হানুন এলাকায় টিকে থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণভাবে নির্মূল করা।