Tuesday, July 8, 2025
spot_imgspot_img
Homeজাতীয়দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৮ চলতি বছরে...

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৮ চলতি বছরে মৃতের সংখ্যা ২৫ ছাড়াল


দেশে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮টি নমুনা পজিটিভ আসে, যা পরীক্ষার অনুপাতে ৩ দশমিক ৪২ শতাংশ শনাক্ত হার নির্দেশ করে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন নারী এবং ১২ জন পুরুষ।

এছাড়া ২০২5 সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট ৬৫১ জন রোগী শনাক্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করেই শনাক্তের হার কিছুটা বাড়ছে, যা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, ভিড় এড়িয়ে চলা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, নিয়মিত করোনা পরীক্ষার হার কিছুটা কমে গেলেও সংক্রমণ হার এখনও ৩ শতাংশের ওপরে রয়েছে, যা উদ্বেগজনক ইঙ্গিত হতে পারে। ফলে সচেতনতা ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে।

করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে ও সর্বশেষ তথ্য পেতে স্বাস্থ্য অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments