Wednesday, July 9, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিআন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর অডিও...

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর অডিও ফাঁস


২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। বুধবার (৯ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদন অনুসারে, জাতিসংঘ জানায়, সেই সহিংসতায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়।

বিবিসি দাবি করে, তাদের হাতে থাকা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর অনুমতি দিতে শোনা যায়। অডিওটি যাচাই করে বিবিসি নিশ্চিত হয় যে, এটি ২০২৪ সালের ১৮ জুলাই গণভবনে তোলা হয় এবং চলতি বছরের মার্চে তা ফাঁস হয়।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের মিল পেয়েছে। আন্তর্জাতিক অলাভজনক ফরেনসিক সংস্থা ‘ইয়ারশট’ ও বিশেষজ্ঞরাও অডিওটির বৈধতা নিশ্চিত করে জানিয়েছেন, এতে কোনো এডিট বা কৃত্রিমতা নেই। তারা স্বর, ছন্দ, শ্বাসের শব্দ এবং ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছায়।

মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, “এই রেকর্ডিং শেখ হাসিনার ভূমিকার গুরুত্বপূর্ণ প্রমাণ এবং অন্যান্য তথ্যসূত্রের সঙ্গেও এর মিল রয়েছে।”

তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, “বিবিসি যেসব টেপ রেকর্ডিংয়ের কথা বলেছে, তা সত্য কি না, তা নিশ্চিত নয়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments