বগুড়ার সেউজগাড়ি পালপাড়ায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ব্যবসায়ী আলমকে তার স্ত্রী ও কন্যাসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় আলমের ছেলে নয়ন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বুধবার (১০ জুলাই) সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলম ও তার পরিবারের সদস্যদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত। এই অবৈধ কার্যক্রম থেকে উপার্জিত অর্থে সে দুজন স্ত্রী ও তিনটি বাড়ির মালিক হয়েছেন। তার সঙ্গে বাণিজ্যে সম্পৃক্ত রয়েছে আরও কয়েকজন। তারা বাদুরলা, চকসেউজাপুর, সেউজগাড়ি, চেলোপাড়া ও কামারগাড়ী এলাকায় অবস্থান করে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সেনাবাহিনীর অভিযানে আলমসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতির পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।