Wednesday, July 9, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যএকই বাড়ি থেকে মনিরুল হত্যা মামলার সাত আসামি গ্রেপ্তার

একই বাড়ি থেকে মনিরুল হত্যা মামলার সাত আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে সবাইকে একই বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গোদাগাড়ীর দেলসাদপুরের আশরাফুল ইসলাম (৬০), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), নারায়নপুরের মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), মো. হানিফ (২৯) ও মো. রমজান আলী (২০)।

ঘটনার সূত্রপাত গত ৬ জুলাই রাতে। জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে আইহাই গ্রামের সাগরা মোড়ে মনিরুলকে আশরাফুল ও তার সহযোগীরা হাতুড়ি, রড ও লাঠি দিয়ে মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা বাধা দিতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মনিরুলকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরুলের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‍্যাব তদন্ত শুরু করে এবং এক অভিযান চালিয়ে সাতজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments