Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeজাতীয়"এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ"

“এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ”

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এবার পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। দুপুর ২টায় দেশের সব শিক্ষা বোর্ডের মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। তবে আগের নিয়ম থেকে কিছুটা ভিন্নভাবে এবার প্রত্যেকটি বোর্ড নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পৃথকভাবে ফল প্রকাশ করবে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড ছাড়াও ফল প্রকাশ করবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ফলাফল জানা যাবে বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে। পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

তবে ফল জানার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মোবাইল ফোনের এসএমএস। নির্দিষ্ট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। সাধারণ শিক্ষার্থীরা “SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৫” ফরম্যাটে লিখে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবে। মাদ্রাসা বোর্ডের ফল জানতে হলে “Dakhil Mad রোল নম্বর ২০২৫” লিখে এবং কারিগরি বোর্ডের ফল জানতে “SSC Tec রোল নম্বর ২০২৫” লিখে একই নম্বরে পাঠাতে হবে। এসএমএসের মাধ্যমে ফল জানার এই পদ্ধতিটি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক।

ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী মনে করবেন, তাদের প্রাপ্ত ফল প্রত্যাশার সঙ্গে মিলছে না, তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তিতে।

এবারের ফলাফল প্রকাশে প্রযুক্তির ব্যবহার আরও ব্যাপকভাবে যুক্ত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী অভিজ্ঞতা হতে যাচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সবাইকে যথাসময়ে ফল জানার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments